চুরি গেল গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার ল্যাপটপ, তদন্তে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Aug 2018 08:58 PM (IST)
প্রতিযোগী, উদ্যেক্তা. দর্শক মিলে উপস্থিত প্রায় ২৫০ জন। তাদের নাকের ডগায় চুরি হয়ে গেল গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার ল্যাপটপ। দাবাড়ুর অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে ময়দান থানার পুলিস।