এশিয়ান গেমসে জায়গা পেল ব্রিজ, ভারতীয় দলে ৫ বাঙালি, পদকের স্বপ্ন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Aug 2018 09:03 PM (IST)
এবার এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হয়েছে ব্রিজ। এশিয়ান গেমসে কন্ট্র্যাক্ট ব্রিজে অংশগ্রহণ করছে ২৪ জনের ভারতীয় দল। যার মধ্যে ৫ জনই বাঙালি। বাংলার ব্রিজ খেলোয়াড়দের মতে, পদক জিততে পারলে বদলে যাবে বাংলায় এই খেলার চিত্রটাই।