পশ্চিম মেদিনীপুরে ফের হাতির তাণ্ডব, আতঙ্কে একাধিক গ্রামের বাসিন্দা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Feb 2018 06:33 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
পশ্চিম মেদিনীপুরে ফের হাতির তাণ্ডব। আজ সকালে খড়গপুরের জকপুর, মেদিনীপুরের হাতিহলকা, রামনগর-সহ একাধিক গ্রামে তাণ্ডব চালায় দুটি দাঁতাল। জমিতে ঢুকে হাতিদুটি প্রচুর ফসলও নষ্ট করে দেয় বলে অভিযোগ। প্রথমে হাতিদুটিকে তাড়াতে চেষ্টা করেন গ্রামবাসীরাই। পরে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের একটি দলও। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দুটি দাঁতালকে তাড়ানো যায়নি