সমস্ত বিষয়েই আলোচনায় রাজি সরকার, বাদল অধিবেশন শুরুর আগে বললেন প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jul 2018 11:24 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। চলবে ১০ অগাস্ট পর্যন্ত। অধিবেশনের শুরুতেই হাঙ্গামার আশঙ্কা। বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু। গণপিটুনি নিয়ে আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিস তৃণমূলের। একই ইস্যুতে মুলতুবি প্রস্তাব সিপিআইয়ের। পাশাপাশি, বাদল অধিবেশন নির্বিঘ্নে চালাতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সমস্ত বিষয়েই আলোচনায় সরকার রাজি বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর আগে বিরোধীদের প্রবল হৈ-হট্টগোলে বাজেট অধিবেশনে যথেষ্ট বেগ পেতে হয় সরকারকে। এবারের বাদল অধিবেশনে ৪৬টি বিল আনা হবে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার।
এর আগে বিরোধীদের প্রবল হৈ-হট্টগোলে বাজেট অধিবেশনে যথেষ্ট বেগ পেতে হয় সরকারকে। এবারের বাদল অধিবেশনে ৪৬টি বিল আনা হবে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার।