ফেসবুকে সবুজ BFF সুরক্ষা পরীক্ষা আসলে গুজব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Mar 2018 04:45 PM (IST)
ফেসবুকে BFF সুরক্ষা পরীক্ষা আসলে গুজব। BFF লিখে গ্রাহকের অ্যাকাউন্টের সুরক্ষা পরীক্ষা সংক্রান্ত এই গুজবের কোনও ভিত্তিই নেই। এটি আসলে একটি ফেসবুক ফিচার, নাম টেক্সট ডিলাইট, যাতে স্বয়ংক্রিয়ভাবে রঙ বদলে যায়। টেস্কট ডিলাইটের রয়েছে শুভেচ্ছা, অভিনন্দনের মতো অন্যান্য টেস্কট অ্যানিমেশন।