‘মায়ার বাঁধন’-এ গুঞ্জা আর রঞ্জার বিয়ের আসরে ‘হয় মা নয় বউমা’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jul 2017 04:51 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ধারবাহিক মায়ার বাঁধনে গুঞ্জা আর রঞ্জার সঙ্গে বিয়ে হচ্ছে ঋদ্ধিমান ও আরিয়ানের। তবে স্বেচ্ছায় বিয়ে করছে না তারা কেউই। এর পিছনে রয়েছে বসুন্ধরার চক্রান্ত। বিয়ের আসরে পৌঁছে পরিবারের সকলের মুখোমুখি হল ‘হয় মা নয় বউমা’।