মাঝ আকাশে নিখোঁজ ভারতীয় বায়ুসেনার বিমান
souravp@abpnews.in | 03 Jun 2019 05:01 PM (IST)
সোমবার বেলা ১২টা ২৫ মিনিটে অসমের জোড়হাট থেকে ওড়ে ভারতীয় বায়ুসেনা বিমান এএন-৩২। ৮ জন ক্র সদস্য ও ৫ জন যাত্রীকে নিয়ে এই বিমান রওনা দেয়। অরুণাচলপ্রদেশ যাচ্ছিল এই বিমানটি। ১ টার পর থেকে এই বিমানের সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি। বিমানের খোঁজে নামানো হয়েছে সুখোই-৩০ ও সি-১৩০-এর মতো বিশেষ বিমান।