ইসলামাবাদে পৌঁছলেন ভারতের রাষ্ট্রদূত অজয় বাসারিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Mar 2019 05:48 PM (IST)
ইসলামাবাদে পৌঁছলেন ভারতের রাষ্ট্রদূত। আজই ইসলামাবাদে পৌঁছন রাষ্ট্রদূত অজয় বাসারিয়া। পুলওয়ামাকাণ্ডের প্রতিবাদে রাষ্ট্রদূত ফেরায় ভারত। ‘পাকিস্তানকে ভারতের অবস্থানের কথা জানাবেন বাসারিয়া, জানাবেন সন্ত্রাসদমনে পাকিস্তানের কাছে প্রত্যাশার কথা, ইসলামাবাদে অন্যান্য দেশের রাষ্ট্রদূতের সঙ্গেও সাক্ষাৎ করবেন বাসারিয়া: সূত্র