দেশ থেকে ভেদাভেদ তুলে দিতে চান, এনডিএ-র সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর এমনটাই বললেন মোদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 May 2019 08:55 AM (IST)
দেশ থেকে ভেদাভেদ তুলে দিতে চান। সেইসঙ্গে চান দেশবাসীর বিশ্বাস অর্জন করতে। আজ সংসদের সেন্ট্রাল হলে এনডিএ-র সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর এমনটাই বললেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতির কাছে সরকার গড়ার দাবি জানিয়ে এলেন তিনি। ৩০মে প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ মোদির।