পালঘরে ভোটের আগে অর্থ ছড়ানোর কৌশল নিতে বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী! অডিও ক্লিপ প্রকাশ করে দাবি শিবসেনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2018 03:36 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মহারাষ্ট্রের পালঘর লোকসভা আসনের উপনির্বাচনের প্রচার ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে বাকযুদ্ধ চরমে উঠেছে। এরইমধ্যে একটি অডিও ক্লিপ প্রকাশ করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সেই অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে। ওই অডিও ক্লিপ রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের বলে দাবি। ঠাকরে উপনির্বাচনে ভোট কিনতে বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করেছেন।
অডিও ক্লিপে ফড়নবীশকে দলীয় কর্মীদের 'সাম, দান, দণ্ড, ভেদ'-এর কৌশলের মাধ্যমে ভোটে জেতার কথা বলতে শোনা গিয়েছে।
গত শুক্রবার দলের একটি সমাবেশে এই অডিও প্রকাশ করেন উদ্ধব। অডিওতে ফড়নবীশকে বলতে শোনা গিয়েছে যে, এটা শুধুমাত্র নির্বাচন নয়, একটা লড়াই। যার শরীরেই বিজেপির রক্ত রয়েছে, তিনি চুপ করে বসে থাকতে পারেন না। তাঁদের বিশ্বাসঘাতকদের উপযুক্ত শিক্ষা দিতে হবে।
উদ্ধবের সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাকযুদ্ধের পরেরদিন এই ভিডিও সামনে এসেছে। পালঘরের ভোটের প্রচারে একে অপরের দিকে আঙুল তুলেছেন উদ্ধব ও আদিত্যনাথ। যোগী শিবসেনার বিরুদ্ধে পিছন থেকে ছুরি মারার অভিযোগ এনেছেন। অন্যদিকে উদ্ধব বলেন, বিজেপি এমন এক বহিরাগতকে নিয়ে আসছে, যিনি নিজের আসনেও জিততে পারেননি।
অডিও ক্লিপে ফড়নবীশকে দলীয় কর্মীদের 'সাম, দান, দণ্ড, ভেদ'-এর কৌশলের মাধ্যমে ভোটে জেতার কথা বলতে শোনা গিয়েছে।
গত শুক্রবার দলের একটি সমাবেশে এই অডিও প্রকাশ করেন উদ্ধব। অডিওতে ফড়নবীশকে বলতে শোনা গিয়েছে যে, এটা শুধুমাত্র নির্বাচন নয়, একটা লড়াই। যার শরীরেই বিজেপির রক্ত রয়েছে, তিনি চুপ করে বসে থাকতে পারেন না। তাঁদের বিশ্বাসঘাতকদের উপযুক্ত শিক্ষা দিতে হবে।
উদ্ধবের সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাকযুদ্ধের পরেরদিন এই ভিডিও সামনে এসেছে। পালঘরের ভোটের প্রচারে একে অপরের দিকে আঙুল তুলেছেন উদ্ধব ও আদিত্যনাথ। যোগী শিবসেনার বিরুদ্ধে পিছন থেকে ছুরি মারার অভিযোগ এনেছেন। অন্যদিকে উদ্ধব বলেন, বিজেপি এমন এক বহিরাগতকে নিয়ে আসছে, যিনি নিজের আসনেও জিততে পারেননি।