জওহরলাল নেহরু রোডের জীবন সুধা বিল্ডিং-এ আগুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Oct 2017 11:42 AM (IST)
কলকাতার জওহরলাল নেহরু রোডের বহুতলে বিধ্বংসী আগুন। সকাল সাড়ে দশটা নাগাদ জীবন সুধা বিল্ডিং-এর ১৬ তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সার্ভার রুম থেকে আগুন লেগেছে বলে দাবি দমকলের। কিছুক্ষণের মধ্যেই ওই বহুতলের ৩টি তলার একাধিক ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
হতাহতের কোনও খবর নেই।
হতাহতের কোনও খবর নেই।