সিউড়ির সাজানো পল্লীতে আর আসেননি সামি বা হাসিন, ধুলো জমছে নতুন বাড়িতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Mar 2018 02:36 PM (IST)
চমত্কার দোতলা বাড়ি। সিউড়ির সাজানো পল্লীতে। বাড়ির মালকিন হাসিন জাহান। কিনেছিলেন গত নভেম্বরে। মহঃ সামির সঙ্গে অক্টোবরে এসে পছন্দ করেছিলেন বাড়ি। রেজিস্ট্রি হয়েছিল পরের মাসে। চেকে টাকা মিটিয়েছিলেন সামি। তারপর দু’জনের কেউই আসেননি এখানে। ফাঁকা বাড়িতে জমছে ধুলো, নিস্তব্ধতা