মহরমের দিন বিসর্জন নয়, বললেন মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Sep 2017 06:03 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
অপপ্রচার, দাঙ্গা, চক্রান্ত করাই বিজেপি-র কাজ। মানুষ যে শান্তিপূর্ণভাবে পুজো কাটাবেন, তাতেও ওদের নানারকম প্রতিক্রিয়া। কখনও বলছে পুলিশকে মারুন, কখনও বলছে গুলি চালান, কখনও বলছে দশমীর দিন অস্ত্র নিয়ে মিছিল করুন, যা ইচ্ছে তাই বলছে। আমরা পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বলেছিলাম একাদশীর দিন, মহরমের দিন বিসর্জন হবে না। দশমীর দিন চার ঘণ্টা সময় হাতে রেখে বিসর্জনের কথা বলেছিলাম। এরপর ২৩ অগাস্টের বৈঠকে বলেছিলাম, একদিন বাদ দিয়ে বিসর্জন হবে। তা সত্ত্বেও কেউ কেউ দুষ্টুমি করে, নোংরামি করে, চক্রান্ত করে ব্যাখ্যা দিচ্ছে, মুম্বইয়ের পুলিশ দক্ষ, কলকাতা পুলিশ দক্ষ নয়। বাংলায় যেভাবে দুর্গাপুজো হয়, কোনও রাজ্যে এভাবে উৎসব হয় না। মুম্বইয়ের দুর্গাপুজো আর বাংলার দুর্গাপুজো এক নয়। মুম্বইয়ে মহরম আর গণেশ পুজোর বিসর্জন একসঙ্গে হলে সামলাতে পারবে না। পুজো, মহরমের দিন আমরা ঠিক করি না। গত পাঁচ বছর ধরে আমরা পুজো আর ইদ একসঙ্গে সামলেছি, নবান্নে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।