চিহ্নিত করার পরিকাঠামো নেই রাজ্যে, সফিকুল নিপা আক্রান্ত কি না জানা গেল না শুক্রবারও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 May 2018 11:33 PM (IST)
কী হয়েছে শেখ সফিকুলের? জানতে চায় পরিবার। কিন্তু এখনই তা জানার উপায় নেই। কারণ, নিপা ভাইরাস চিহ্নিত করার পরিকাঠামো নেই রাজ্যে। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থায় জোর দিতে হবে সংক্রমণ ঠেকানোয়।