বিজেপি ক্ষমতায় এলে কাশ্মীর জট খুলবে, মত পাক প্রধানমন্ত্রী ইমরান খানের
souravp@abpnews.in | 10 Apr 2019 02:09 PM (IST)
মোদির বিজেপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে আলোচনা শুরুর সম্ভাবনা বেশি, মত ইমরান খানের। পাক প্রধানমন্ত্রীর মতে, এর ফলে মিটতে পারে কাশ্মীর সমস্যা। ইমরানের মতে, কংগ্রেস ক্ষমতায় এলেও বিপক্ষের সমালোচনার ভয়ে কাশ্মীর নিয়ে সমঝোতায় আসতে চাইবে না। যদিও লোকসভা ভোটের মুখে গোটাটাই পাকিস্তানের সঙ্গে মোদির গাঁটছড়ার আনুষ্ঠানিক প্রমাণ, অভিযোগ কংগ্রেসের।