শ্রীজাতকে বাজে হুমকি দেওয়া হচ্ছে, ওর কিচ্ছু হবে না: মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Mar 2017 09:57 PM (IST)
গণতান্ত্রিক অধিকার আছে। পুলিশকে বলেছি, আমাকে রিপোর্ট দিতে। শ্রীজাতকে বাজে হুমকি দেওয়া হচ্ছে। যারা গৈরিকীকরণ করছে। তারা মনে করছে কেন্দ্রে ক্ষমতায় আছে বলে, গোটা পৃথিবাটা তাদের হাতে চলে গিয়েছে। একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করছে। আমার কবিতা কারও পছন্দ নাও হতে পারে। শ্রীজাতর কিচ্ছু হবে না।