পণের দাবিতে গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, ৪দিন লড়াইয়ের পর হাসপাতালে মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jul 2018 12:42 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
পণের দাবিতে গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। চারদিন লড়াইয়ের পর হাসপাতালে মৃত্যু গৃহবধূর। স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ। মুর্শিদাবাদের রেজিনগর থানার দাদপুরের ঘটনা। মৃত গৃহবধূর নাম বর্ষা বিবি। বছরদুয়েক আগে একই গ্রামের বাসিন্দা আলমগীর শেখের সঙ্গে বিয়ে হয় বর্ষার। দম্পতির সাতমাসের একটি সন্তান রয়েছে। গৃহবধূর বাপের বাড়ির পরিবারের দাবি, বিয়ের পর থেকেই আরও টাকা আনার দাবিতে শুরু হয় অত্যাচার। মারধরও করা হত। মাঝেমধ্যেই বাপের বাড়িতে চলে আসতেন ওই গৃহবধূ। সম্প্রতি একটি জমি জামাই ও মেয়ের নামে লিখে দিতে চান গৃহবধূর বাবা। কিন্তু জমির পরিমাণ সন্তুষ্ট করতে পারেনি জামাইকে। এনিয়ে বিবাদের জেরে ২৮ জুন, ওই গৃহবধূকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ওই গৃহবধূ। গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। রেজিনগর থানায় স্বামীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।অভিযুক্তরা পলাতক।