Falke Passport: ভুয়ো পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ে তৎপর পুলিশ। স্ক্যানারে কদম্বগাছি পঞ্চায়েত
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppBP Ananda Live: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। যেসমস্ত ব্যাঙ্ক প্রতারণা, ভোটার-আধার কার্ড সমস্ত ব্যহার যারা করেছে সেই সমস্তই ভুয়ো। সেই জাল নথি দিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরি করে নিয়েছিল বাংলাদেশি নাগরিকরা। পুলিশের দাবি সবথেকে বেশি ভুয়ো জন্মের সংশাপত্র তৈরি করা হয়েছিল দত্তপুকুরের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত থেকে। যদিও পঞ্চায়েতের তরফ থেকে দাবি করা হয়েছে এমন কোনও নথি ইস্যু করা হয়নি। পুলিশের অবশ্য দাবি বাংলাদেশি নাগরিকদের জন্য ভুয়ো পাসপোর্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড।
চম্পাহাটিতে বাজি কারখানায় ফের বিস্ফোরণ। ঘটনায় তিনজন আহত হয়েছেন। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে ঝলসে গেলেন মহিলা-সহ তিন জন ! চম্পাহাটির হাঁড়ালে ঘটনাটি ঘটে। বিস্ফোরণে গুরুতর আহতদের নাম- পিন্টু মণ্ডল, শঙ্করী সর্দার ও ভক্তি সর্দার। আশঙ্কাজনক অবস্থায় আহতদের আনা হল বাঙুর হাসপাতালে।
এক বাজি ব্যবসায়ী বলেন, 'এবছর কালীপুজোয় বাজার খুব খারাপ ছিল। অনেকের বাজি বিক্রি হয়নি। ওঁর বাজিও বিক্রি হয়নি। ওঁর কিছু মাল ছিল। সেগুলো ঘরে রাখা ছিল। ওঁর বউ রান্না করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। আগুন ছিটকে যে ঘরে মালপত্র ছিল সেখানে চলে যায়। তাতে আগুন লেগে যায়। বাড়িটা পিন্টু মণ্ডলের।'