রসগোল্লার নাম হবে বাংলার রসগোল্লা, জিআই স্বীকৃতি পাওয়ার পর সিদ্ধান্ত রাজ্যের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Nov 2017 05:30 PM (IST)
রসগোল্লার নাম হবে বাংলার রসগোল্লা।জিআই স্বীকৃতি পাওয়ার পর সিদ্ধান্ত রাজ্যের।নির্দিষ্ট মাপকাঠিতে তৈরি হলে তবে মিলবে লোগো।খাদ্য প্রক্রিয়াকরণ নিগম এই সিদ্ধান্ত নিয়েছেজাতীয়-আন্তর্জাতিক স্তরে বিপণন বাড়াতে এই সিদ্ধান্ত।আগামী সপ্তাহে ডাকা হচ্ছে মিষ্টান্ন প্রস্তুতকারকদের।বৈঠকে আসতে হবে রসগোল্লার নমুনা-সহ।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in