মুম্বইতে কর্নাটকের ১০ বিদ্রোহী বিধায়কের ডেরার সামনে সরকারপক্ষের ডিকে শিবকুমার, শিবলিঙ্গ গৌড়া, স্লোগান-পাল্টা স্লোগান-উত্তেজনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jul 2019 10:54 AM (IST)
কর্নাটক সঙ্কটের আঁচ মুম্বইতে। ১০ বিদ্রোহী বিধায়কের ডেরার সামনে সরকার পক্ষের ডি কে শিবকুমার ও শিবলিঙ্গ গৌড়া। বিদ্রোহী বিধায়কদের জন্য মুম্বইয়ের হোটেলে আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা। হোটেলের সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। সকালেই বেঙ্গালুরু থেকে মুম্বই পৌঁছন কর্নাটকের মন্ত্রী ডি কে শিবকুমার এবং বিধায়ক শিবলিঙ্গ গৌড়া। অন্যদিকে কেবলমাত্র ৫ জন বিধায়কের ইস্তফা বৈধ। জানিয়েছেন কর্নাটক বিধানসভার স্পিকার।