নিহত পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় নেতা মৌলানা সামিউল হক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Nov 2018 11:42 AM (IST)
নিহত পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় নেতা মৌলানা সামিউল হক। পাকিস্তানের রাওয়ালপিণ্ডির গ্যারিসন শহরে নিজের বাড়িতেই আততায়ীদের হাতে খুন হন তালিবানের গড ফাদার বলে পরিচিত এই নেতা। গতকাল বাড়িতেই ছিলেন মৌলানা সামিউল হক। আচমকাই ঘরে ঢুকে ৮২ বছরের ওই নেতাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সেসময় বাজারে গিয়েছিলেন তাঁর দেহরক্ষী। মৌলানা সামিউল হক খাইবার পাখতুনখোয়ায় দারুল উলুম হক্কানিয়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। এই প্রতিষ্ঠান তালিবানের আঁতুড়ঘর বলে পরিচিত। এবারের সাধারণ নির্বাচনে ইমরান খানের দলের সঙ্গে জোট বেঁধেছিল মৌলানা সামিউল হকের দল। ধর্মীয় নেতাকে খুনের দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।