৫ ঘণ্টার মধ্যে কাশ্মীরে ৭টি জায়গায় হামলা চালাল জঙ্গিরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jun 2017 12:51 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
পাঁচ ঘণ্টার মধ্যে কাশ্মীরে সাতটি জায়গায় হামলা চালাল জঙ্গিরা। আহত হলেন ১৩ জওয়ান। মঙ্গলবার প্রথমে গ্রেনেড হামলা হয় পুলওয়ামার ত্রালের সিআরপিএফ ক্যাম্পে। ঘটনায় ১০ জওয়ান জখম হন। দ্বিতীয় হামলা হয় অনন্তনাগে। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের ওপর গুলি চালায় জঙ্গিরা। জখম হন ২ নিরাপত্তারক্ষী। চারটি আগ্নেয়াস্ত্র লুঠ করে পালায় জঙ্গিরা। তৃতীয় হামলা হয় পুলওয়ামার পাদগামপোড়ার সিআরপিএফ ক্যাম্পে। গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। এদিন চতুর্থ হামলা হয় ত্রালের কুছমুলায়। ৪২ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। ত্রাল-সহ দুটি নাশকতার ঘটনায় যুগ্মভাবে দায় স্বীকার করেছে জইশ ও আল-উমর-মুজাহিদিন।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in