High court: 'বকেয়া ২ হাজার কোটি দিতে কলকাতা পুরসভার সম্পত্তি বিক্রি করা যাবে না', নির্দেশ হাইকোর্টের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: বকেয়া ২ হাজার কোটি দিতে কলকাতা পুরসভার কোনও সম্পত্তি বিক্রি করা যাবে না । রাজ্য শিল্পোন্নয়ন নিগমের ক্যামাক স্ট্রিটের সম্পত্তিও বিক্রি করা যাবে না । ক্যামাক স্ট্রিটে WBIDC-র সম্পত্তি প্রতীতি-র হস্তান্তর করা যাবে না । অন্তবর্তী নির্দেশ হাইকোর্টের । ২ সপ্তাহের মধ্যে রাজ্যের হলফলামা তলব ।  

আরও খবর..

ট্রেনের কামরায় বিশেষভাবে সক্ষম তবলা বাদকের খুন ঘিরে রহস্য ঘনীভূত। হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। খোয়া গেছে নিহতর ক্যামেরা, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র। লুঠের উদ্দেশ্যেই কি খুন? যৌথ তদন্তে সিআইডি, হাওড়া জিআরপি। ট্রেনের কামরা পরীক্ষা করতে যাচ্ছে ফরেন্সিক দল।

লোহা পাচারের অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার ২ তৃণমূল নেতা।  দুর্গাপুর ৩ নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি রিন্টু পাঁজা গ্রেফতার। দুর্গাপুরের ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী রিন্টু। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দীকে। বন্ধ কারখানা থেকে লোহা চুরি ও পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছে তাঁরা।  দুর্নীতি ঢাকতেই গ্রেফতারির নামে আইওয়াশ, কটাক্ষ বিজেপির।  ধৃত তৃণমূল নেতাদের ৩দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram