সুন্দরবনে ফের ক্যামেরাবন্দি বাঘ, পর্যটকদের ক্যামেরায় নৌকা থেকে এই ছবি তোলা হয়েছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Dec 2017 06:06 PM (IST)
সুন্দরবনে ফের ক্যামেরাবন্দি বাঘ। শনিবার সোদপুর থেকে একদল পর্যটক সুন্দরবন বেড়াতে যান। গতকাল পিরখালির জঙ্গলের কাছে বাঘটিকে ঘুরতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে নৌকা থেকে ছবি তোলেন ওই পর্যটকরা।