গড়িয়ার দিনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে টিএমসিপির ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আতঙ্কিত অভিভাবকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jun 2018 07:41 PM (IST)
ভর্তি শুরু হতেই উত্তপ্ত ক্যাম্পাস। গড়িয়ার দিনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে টিএমসিপির ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আতঙ্কিত অভিভাবকরা। ক্যাম্পাসেই তৃণমূলের মধ্যে মারামারি, কয়েকজন আহত। মেয়র পারিষদের ছেলেকেও মারধরের অভিযোগ। পাল্টা হামলা, হুমকির অভিযোগ আরেক গোষ্ঠীর। ভর্তি হতে এসে আতঙ্কে পড়ুয়া থেকে অভিভাবকরা। সংঘর্ষের পর পুলিশি প্রহরায় শুরু ভর্তির প্রক্রিয়া।