নবাব ওয়াজিদ আলি শাহের বংশধরের সম্পত্তি দখলের জন্য মারধরের অভিযোগ, অস্বীকর তৃণমূল নেতা ইকবাল ও ছেলে সামসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Dec 2017 08:30 PM (IST)
বন্দর এলাকায় ফের তৃণমূল নেতা মহম্মদ ইকবাল ওরফে মুন্না এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাঁর ছেলে সামস ইকবালের বিরুদ্ধে নবাব ওয়াজিদ আলি শাহের এক বংশধর আসিফ আলি মির্জার সম্পত্তি দখলের জন্য মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। অস্বীকার ইকবাল ও সামসের