আত্মরক্ষার জন্য হাত তুলেছি, যা করেছি ঠিক করেছি, হার মানছি না: দেবাঞ্জন
souravp@abpnews.in | 23 Sep 2019 01:21 PM (IST)
যাদবপুরকাণ্ডের চারদিন পর, ক্যাম্পাসে বাবুল সুপ্রিয় নিগ্রহে অভিযুক্ত দেবাঞ্জন বল্লভ। দাবি করলেন, কোনও ভুল করেননি। হার মানছেন না। যা করেছেন ঠিক করেছেন। ক্যাম্পাসে এসে দাবি দেবাঞ্জনের। বাবুল সুপ্রিয়র চুল ধরে টানার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। উল্টে বাবুলের বিরুদ্ধেই বলপ্রয়োগের অভিযোগ তুলেছেন সংস্কৃত কলেজের ওই ছাত্র।