ঘূর্ণাবর্তের জেরে সক্রিয় মৌসুমী বায়ু, পুজোর ঠিক আগে রাজ্যে বৃষ্টি-দুর্ভোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Sep 2019 10:19 AM (IST)
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় পুজোর আগে ফের বৃষ্টির জেরে দুর্ভোগ। সকাল থেকে মেঘলা আকাশ। কলকাতায় আজও ভারী বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও হুগলিতে। ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানেও। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের উপর ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। আজ দিনভর বৃষ্টি হলেও কাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। গত ২৪ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৬৭ মিলিমিটার। এদিকে, আগামী ১-২ ঘণ্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা ও দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলিতেও। পূর্বাভাস আবহাওয়া দফতরের।