বাবুলকাণ্ডের এক মাসের মাথায় ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল, পৌরহিত্য করবেন কোর্টের বৈঠকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Oct 2019 12:01 PM (IST)
১৯ সেপ্টেম্বরের পর ১৮ অক্টোবর। বাবুলকাণ্ডের এক মাসের মাথায় ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, আজ বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকে পৌরহিত্য করবেন আচার্য। ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। ডিলিট এবং ডিএসসি প্রাপক ৪ জনের নামের তালিকা প্রস্তাব করেছে যাদবপুরের কর্মসমিতি। সেই প্রস্তাব চূড়ান্ত হবে কোর্টের বৈঠকে। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার পড়ুয়াদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। ছাত্র-ছাত্রীরা নিজেদের মধ্যে বৈঠক করে জানান, শুক্রবার রাজ্যপালের কাছে একাধিক দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি পেশ করবেন তাঁরা। দাবিদাওয়া প্রসঙ্গে রাজ্যপালের প্রতিক্রিয়া দেখে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে বলে জানিয়েছেন যাদবপুরের পড়ুয়ারা