১০০ সেকেন্ডের মধ্যে গোটা দেশকে একত্রিত করেছে ‘ইসরো-স্পিরিট’: মোদি
বিক্রমের হারিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতে ইসরোর মিশন অপারেশন কমপ্লেক্সে বসেছিলেন প্রধানমন্ত্রী। রবিবার বিক্রমের হদিশ পাওয়ার পর রোহতকের সভায় উচ্ছ্বাস গোপন করলেন না তিনি। বললেন, ১০০ সেকেন্ডের মধ্যে গোটা দেশকে একত্রিত করেছে ‘ইসরো-স্পিরিট’
Tags :
Todays Special