Reporter Stories: বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙার ছাড়পত্র দিলেন বাড়ি মালিকরা
বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙার ছাড়পত্র দিলেন বাড়ি মালিকরা। আগামীকাল থেকে বাড়ি ভাঙার কাজ শুরুর সম্ভাবনা। প্রথম দফায় দুর্গা পিটুরি লেনের ৫টি ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙার কাজ শুরু করবে কলকাতা পুরসভা। এছাড়াও, মদন দত্ত লেনের কয়েকটি বাড়িও খালি করতে হতে পারে বলে মৌখিকভাবে বাসিন্দাদের আজ জানিয়েছে কেএমআরসিএল কর্তৃপক্ষ। অন্যদিকে, বউবাজার বিপর্যয়কাণ্ডে মাটির ক্ষয় পুরোপুরি রোধ করা না গেলেও, ক্ষয়ের হার অনেকটাই কমেছে। মাটির বুনোট ধরে রাখতে সুড়ঙ্গে তিনটি স্তরে কংক্রিটের দেওয়াল তৈরির কাজ চলছে। প্রথম স্তরে কংক্রিট ও স্টিলের দেওয়াল, দ্বিতীয় স্তরে বালির বস্তা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। তৃতীয় স্তরেও কংক্রিট ও স্টিলের দেওয়াল তৈরির কাজ পঞ্চাশ শতাংশ হয়ে গিয়েছে।
Tags :
Kolkata