প্রাক্তন মিস ইন্ডিয়াকে হেনস্থা-নিগ্রহ: অভিযোগকারিণীর গোপন জবানবন্দি, টিআই প্যারেডের আবেদন পুলিশের

রাতের রাজপথে নিজের শহরেই লাঞ্ছিত। প্রাক্তন মিস ইন্ডিয়ার গাড়ি ঘিরে গালিগালাজ, নিগ্রহ, হেনস্থা। আরও কঠোর ধারায় মামলা রুজু পুলিশের।  ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের। ২৩ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের আবেদন। অভিযুক্তদের সনাক্তকরণের জন্য টিআই প্যারেডের আবেদন। অভিযোগকারিণীর গোপন জবানবন্দি গ্রহণের আবেদন। ফৌজদারি দণ্ডবিধির ১৬৪ ধারা অনুযায়ী অভিযোগকারী তরুণীক স্বীকারোক্তিমূলক গোপন জবানবন্দি। আদালতে আবেদন পুলিশের।
প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তকে নিগ্রহের ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। পুলিশের তরফে কোনও গাফিলতি ছিল কিনা জানতে গঠন করা হল তদন্ত কমিটি। সেইসময় যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করবে ডিসির নেতৃত্বে গঠিত এই কমিটি। সূত্রের খবর, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হবে। এদিকে, গতকাল রাতেই উষসী সেনগুপ্ত ও অ্যাপ ক্যাব চালকের বক্তব্য রেকর্ড করেছে চারু মার্কেট থানার পুলিশ। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠিন ধারায় মামলা রুজু হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram