‘আমি খুন করা শুরু করলে বংশ লোপ করে দেব’, বিতর্কিত মন্তব্য দিলীপের
‘আমি খুন করা শুরু করলে বংশ লোপ করে দেব।’ মেচেদার সভা থেকে ফের বেলাগাম দিলীপ। ‘আমার নামে মার্ডার কেস রয়েছে। পুলিশ দিয়ে কেস দেওয়ার রাজনীতি চলবে না। সুস্থভাবে বাঁচতে না দিলে হয় জেলে যেতে হবে। নয়তো ছেলে-বৌয়ের মুখ দেখতে পাবেন না’, তৃণমূলকে হুমকি বিজেপির রাজ্য সভাপতির।
Tags :
Todays Special