সিঙ্গুর নিয়ে স্বীকারোক্তির পর বিরোধী নিশানায় মুখ্যমন্ত্রী
সিঙ্গুরে কৃষিকাজ কমছে। বিধানসভায় স্বীকার মুখ্যমন্ত্রীর। আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক কৃষক সিঙ্গুরে চাষ করতে চাইছেন না। ২০১৬-১৭-র তুলনায় সিঙ্গুরে কমেছে চাষের পরিমাণ। জমি বিক্রি করে তাঁরা হয়তো বাড়তি টাকা পাচ্ছেন। এতে হয়তো কৃষকদেরই লাভ হচ্ছে। কৃষকদের রাজ্য সরকার সব রকম সাহায্য করছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। গতবছর অধিগৃহীত জমির ৬৪১ একর জমিতে চাষ হয়েছিল। এবছর তা কমে হয়েছে ২৬০ একর। ৯৫৫.৯০ একর জমি ইতিমধ্যেই ফেরত দেওয়া হয়েছে। ৪১ একর জমি এখনও কেউ দাবি করেনি। বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Tags :
Todays Special