EXCLUSIVE: পানীয় জলের অভাব, বেহাল বিল্ডিং, সল্টলেকে পুলিশ আবাসনে মহিলাদের বিক্ষোভ
souravp@abpnews.in | 10 Jul 2019 03:24 PM (IST)
সল্টলেকে ফোর্থ ব্যাটেলিয়নের পুলিশ আবাসনে বিক্ষোভ। রাস্তায় নেমে বিক্ষোভ মহিলাদের। আবাসনে দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব। বেহাল দশা বিল্ডিংয়ের। যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে লিফট্। বারবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি। তারই প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ মহিলাদের।