সব্যসাচী-মামলা চলাকালীন কলকাতা হাইকোর্টে বিচারপতি-কল্যাণ তরজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jul 2019 08:52 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সব্যসাচী-মামলা চলাকালীন বিচারপতি-কল্যাণ তরজা। বনগাঁ পুরসভার আস্থা ভোট নিয়ে মন্তব্যের পরেই তরজা। বলতে হলে সব ঘটনা নিয়ে বলতে হবে, বারের ভোটে ২০ লক্ষ টাকা খরচ করেছে বিজেপি। বহু বিচারপতি সল্টলেকে জমি পেয়েছেন। আমি জানি, নাম বলব? বিচারপতি নিয়োগ কীভাবে হয়, জানা আছে, বলব? বিচারপতিকে উদ্দেশ্য করে মন্তব্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বহু প্রজন্ম ধরে এই প্রতিষ্ঠানে আছি, আমরাও সব জানি। কেউ কেউ ১০ বছর পেশার সঙ্গে যুক্ত নয়। অথচ হাইকোর্টের গুরুত্বপূর্ণ পদ দখল করে আছেন। কার কার সম্পত্তি কীভাবে বাড়ছে, আমার জানা আছে। আমি, আমার পূর্বপুরুষরা সততার সঙ্গে কাজ করেছি। আমি এবং প্রবীণ আইনজীবীরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। আমরা সততা, নিষ্ঠার সঙ্গে কাজ করেছি এবং করছি। আমি কাউকে ভয় পাই না। কিছু লোক দিতে পছন্দ করে, কিছু লোক নিতে। তাই কাটমানির কনসেপ্ট। বললেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়
এরপরেই বিচারপতি তাঁর চেম্বারে চলে যান
এজলাস থেকে বেরিয়ে গিয়েও ফিরে আসেন কল্যাণ
গোটা ঘটনায় বিচারপতির কাছে দুঃখপ্রকাশ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
এরপরেই বিচারপতি তাঁর চেম্বারে চলে যান
এজলাস থেকে বেরিয়ে গিয়েও ফিরে আসেন কল্যাণ
গোটা ঘটনায় বিচারপতির কাছে দুঃখপ্রকাশ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের