‘ভাটপাড়ার ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়’, মন্তব্য বিজেপি নেতা মুকুল রায়ের
‘ভাটপাড়া লোকসভা কেন্দ্রের মানুষ অর্জুন সিংহকে বিপুলভাবে জিতিয়ে সাংসদ করেছে। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের মানুষ পবন সিংহকে জিতিয়ে বিধায়ক করেছে। এই জনাদেশ উঁনি মানতে পারছেন না। সেই কারণেই তিনি ভাটপাড়াকে বারবার অশান্ত করার চেষ্টা করছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই নিশানা করলেন মুকুল রায়।