নাগেরবাজারে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের হামলার অভিযোগ, জখম ৩, ২ জনের আঘাত গুরুতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jul 2019 11:18 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
দমদমের নাগেরবাজারে ২ বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত ৩ বিজেপি কর্মী। ঘটনার সূত্রপাত রথের মেলা উপলক্ষ্যে জলসত্রের স্টল দেওয়াকে কেন্দ্র করে। অভিযোগ, গতকাল দুপুরে বিজেপির ওই স্টল ভাঙচুর করেন তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করায়, গভীর রাতে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা নাগেরবাজারের আর এন গুহ রোডে বিজেপির দুই কর্মী জয়ন্ত দাস ও রাজা দাসের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। জখম হন বিজেপির ৩ কর্মী। আহতদের মধ্যে দুজনের আঘাত গুরুতর হওয়ায়, তাঁদের আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির অভিযোগ, হামলার নেপথ্যে তৃণমূলের দুই স্থানীয় নেতা বাপি মিত্র ও সঞ্জয় দাসের অনুগামীরা। ফোনে যোগাযোগ করা হলে, তৃণমূল নেতা বাপি মিত্রর দাবি, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। আরেক তৃণমূল নেতা সঞ্জয় দাসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।