'গোটা দেশে ১২৫টি আসনের বেশি পাবে না বিজেপি', মমতাকে খোঁচা দিয়ে পাল্টা দিলীপ, 'রাজ্যেই ২৩টি আসন জিতব'
souravp@abpnews.in
Updated at:
05 Apr 2019 11:18 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "গোটা দেশে বিজেপি ১২৫টির বেশি আসন পাবে না।" পাল্টা খোঁচা দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, "২৩মে ফল প্রকাশ হলেই দেখতে পাবেন, রাজ্যেই ২৩টি আসন পাবে বিজেপি।"