৩১ জানুয়ারির মধ্যে ১২ মিটার চওড়া নতুন দুটি ফুটব্রিজ তৈরি হবে সাঁতরাগাছিতে: দক্ষিণ-পূর্ব রেলের জিএম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Oct 2018 06:36 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সাঁতরাগাছির দুর্ঘটনাস্থল পরিদর্শনে দক্ষিণ-পূর্ব রেলের জিএম পি এস মিশ্র। ফুটব্রিজটির পরিকাঠামো ও নির্মাণে গলদ আছে বলে জানালেন জিএম। অপরিসর ফুটব্রিজের কথা স্বীকার দক্ষিণ-পূর্ব রেলের জিএমের। অর্থাভাবে সঠিক মাপে করা যায়নি ফুটব্রিজটি, দাবি জিএম-এর। বললেন, ‘৩১ জানুয়ারির মধ্যে ১২ মিটার চওড়া নতুন দুটি ফুটব্রিজ তৈরি করা হবে সাঁতরাগাছিতে।’