ইসিজি করতে আসা রোগিকে জলাতঙ্কের ভ্যাকসিন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Apr 2017 06:21 PM (IST)
ইসিজি করতে আসা রোগিকে জলাতঙ্কের ভ্যাকসিন ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠল ডায়গনেস্টিক সেন্টারের বিরুদ্ধে। গতকাল ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদায়। হৃদযন্ত্রের সমস্যা হওয়ায় বিদ্যুৎ সরকার নামে বছর ৩৮-এর এক ব্যক্তিকে চাকদা স্টেশন সংলগ্ন সিবিডিএ ডায়গনেস্টিক সেন্টারে ইসিজি করতে যান। অভিযোগ, সেখানেই তাঁকে কুকুর কামড়ের প্রতিষেধক ইঞ্জেকশান দেওয়া হয়। রাতে ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। ওই প্রতিষেধকে কোনও ক্ষতি হবে না বলে জানিয়ে ডায়গনেস্টিক সেন্টারের তরফে ভুল স্বীকার করে নেওয়া হয়েছে।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in