কী ঘটছে ‘করুণাময়ী রানী রাসমনি’ধারাবাহিকে ? শ্যুটিং ফ্লোরে গিয়ে খোঁজ করল ‘হয় মা নয় বউমা’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Aug 2017 05:09 PM (IST)
ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমনি’ দশর্কের মনে প্রথম সপ্তাহেই জায়গা করে নিয়েছে রাসমনির রানী হয়ে ওঠার আগেই দশর্ক পছন্দ করেছে দিতিপ্রিয়াকে শুরুতেই বিপুল সাড়া ফেলে দিল সিরিয়ালের সংসারে রাসমনি আর রাজচন্দ্র এরপর রাসমনির সঙ্গে রাজচন্দ্রের বিয়ে হতে চলেছে। তাই নিয়েই চলছে জানবাজারের বাড়িতে তোড়জোড়। তবে এ বিয়ে নিয়ে অনেকেরই মনে রয়েছে দ্বিধা-দ্বন্দ্ব। শ্যুটিং ফ্লোরে গিয়ে খোঁজ করল ‘হয় মা নয় বউমা’।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in