শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন, বাবুঘাট থেকে সরাসরি সেই ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Oct 2019 01:37 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আজ বিজয়া দশমী৷ আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে এবার মায়ের কৈলাসে পাড়ি দেওয়ার পালা৷ ষষ্ঠী থেকে টানা ক’টা দিন রাত জেগে মণ্ডপে মণ্ডপে চুটিয়ে মজা৷ দেদার আড্ডা৷ জমিয়ে খাওয়া দাওয়া৷ এবার হাসি মুখে মাকে বিদায় জানানোর বেলা৷ সকাল থেকেই বিজয়ার প্রস্তুতি শুরু। শোভাবাজার রাজবাড়িতে প্রথা মেনে অস্ত্রপুজো, কনকাঞ্জলি। দশমী পুজোর শেষে সুতো কেটে গঙ্গার ঘাটে রওনা হবেন মা৷ আকাশ বাতাস ভরে উঠবে সিঁদুরের রঙে৷ তারপর মিষ্টিমুখ৷ কড়া নিরাপত্তায় গঙ্গায় প্রতিমা বিসর্জন হবে৷ এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে বলে ওঠা, ‘আসছে বছর আবার এসো মা’৷