Bangladesh News: বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন খারিজ করল বাংলাদেশ হাইকোর্ট | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত কোনও নির্দেশ দেবে না। আইনশৃঙ্খলার দায় সরকারের। আবেদন খারিজ করে জানাল বাংলাদেশ হাইকোর্ট। বাংলাদেশে নিষিদ্ধ নয় ইসকন
আরও খবর...
বর্ষা গেছে।তবে ডেঙ্গি যায়নি। নভেম্বরের শেষেও চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। রাজ্য়ে শেষ ২ সপ্তাহে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রায় চার হাজার জন। স্বাস্থ্য় দফতরের পরিসংখ্য়ান অনুযায়ী, চলতি বছরে ৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হন ২৩ হাজার ২২৭ জন । উদ্বেগের বিষয়, তারপর ৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত, মাত্র ১৪ দিনে সেই সংখ্য়াটাই বেড়ে হয়েছে ২৭ হাজার ১৪২। এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গি পজিটিভ হয়েছেন ২১ হাজার ২০৯ জন।
গতকাল বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আজ বিধানসভায় মুখ্য়মন্ত্রী বললেন, ''অন্য দেশে যদি কোনও ধর্মের মানুষের ওপর অত্যাচার হয়, তা আমরা মেনে নিতে পারি না। আমরা বাংলাদেশের ঘটনার নিন্দা করি। এখানকার ইসকনের প্রধানের সঙ্গে দু'বার কথা বলেছি। অন্য দেশের বিষয় হলে কেন্দ্র এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে, তার সঙ্গে আমরা একমত।'' পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে পারে ভারত সরকার