Bangladesh News: কীভাবে ভোটার তালিকায় নাম ওঠে ধৃত জঙ্গির ? কোন নথি জমা করা হয়েছিল ? রিপোর্ট তলব | ABP ANANDA LIVE
Continues below advertisement
ABP ANANDA LIVE: ৩ বছর আগেই ভোটার তালিকায় নাম ওঠে ধৃত জঙ্গি মহম্মদ শাদ রাডি ওরফে সাব শেখের । ২০২১ সালের জানুয়ারি মাসে নওদার দুর্লভপুরের বুথে মহম্মদ সাব সেখের প্রথম ভোটার তালিকায় নাম ওঠে । কীভাবে, কোন নথি জমা করা হয়েছিল, নওদা বিডিওর কাছে রিপোর্ট তলব জেলা প্রশাসনের । ২০২৩ সালের জুনে মাসে নওদার থেকে হরিহরপাড়ায় ভোটারলিস্টে নাম স্থানান্তরের জন্য আবেদন । অগাস্ট মাসে হরিহরপাড়ার ভোটার হিসাবে তালিকাভুক্ত হয় জঙ্গি সাব শেখের নাম । ২ জায়গায় ভোটার তালিকায় নাম থাকার প্রথম নথি সামনে আসে এবিপি আনন্দে । দুটি ভোটার কার্ডের পাশাপাশি আধার কার্ড ও পাসপোর্টও বানিয়েছিল সাব শেখ । নওদার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু জেলা নির্বাচন দফতরের । বাংলাদেশের রাজশাহির বাসিন্দা শাব শেখ জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলা টিমের সদস্য
Continues below advertisement