Bangladesh News: ওপার বাংলায় আত্মীয়-পরিজনদের কথা ভেবে দুশ্চিন্তায় রয়েছেন এপারের বাসিন্দারা, কী বলছেন তাঁরা ? | ABP ANANDA LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: যারা করল চক্ষুদান, তাদেরই করছে অপমান। বাংলাদেশে ভারত-বিদ্বেষ নিয়ে এই মন্তব্য করছেন ওপার বাংলা থেকে আসা এপারের বাসিন্দারা। এদের অনেকেই সত্তরের দশকে পাক সেনাদের আক্রমণের মুখে পড়ে বাংলাদেশ ছেড়ে পাড়ি দিয়েছিলেন ভারতে। পুরাতন মালদার মুচিয়া এলাকায় এমন অনেকের বাস। কীভাবে ভিটেমাটি ছেড়ে আসতে হয়েছিল, তা ভাবলে এখনও চোখে জল আসে। তাঁদের আক্ষেপ, বাংলাদেশের স্বাধীনতায় যে হিন্দুদের অবদান অনস্বীকার্য, ইউনূস সরকারের আমলে সেই হিন্দুদের ওপরেই দমন-পীড়ন-নিপীড়ন চলছে। ওপার বাংলায় যে সমস্ত আত্মীয়-পরিজন আছেন, তাঁদের কথা ভেবে দুশ্চিন্তায় রয়েছেন এপারের বাসিন্দারা।

আরও খবর..

তদন্তের নামে প্রহসনের অভিযোগে নিশানায় সিবিআই। বিচার চেয়ে নিজাম প্যালেস থেকে সিজিও অভিযান। বিচারের দাবিতে ৪ মাস পার। ফের আন্দোলনের প্রস্তুতি? বিচারের দাবিতে ডাক্তারদের রানি রাসমণি অ্যাভনিউ জমায়েত ঘিরে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram