Bangladesh News: ফের ভারত থেকে ১৯০০ টন আলু আমদানি করল বাংলাদেশ, পেট্রোপোল হয়ে যশোরে গেল আলুবোঝাই ট্রাক | ABP Ananda LIVE
Bangladesh News: একদিকে আস্ফালন বাংলাদেশের নেতাদের Iঅন্যদিকে ট্রাক ট্রাক ভারতের আলু আমদানি বাংলাদেশেরI উত্তাল বাংলাদেশ, ক্রমেই কোণঠাসা হচ্ছেন হিন্দুরা। তারমধ্যেই চলছে আলু আমদানি।
আরও খবর...
নন্দীগ্রামে তৃণমূলকর্মী খুন, CBI চায় বিজেপি। সমবায় ভোটের সময় অশান্তি, ফল বেরোতেই তৃণমূলকর্মী খুন। তৃণমূলকর্মী খুনে FIR, CBI চেয়ে হাইকোর্টে বিজেপি। 'অভিযুক্ত কী করে তদন্তকারী সংস্থার পরিবর্তন চাইতে পারে?' প্রশ্ন তুলে কেস ডায়েরি তলব বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, সোমবার শুনানি।
জাল পাসপোর্ট মামলায় পঞ্চম গ্রেফতার। বেহালার পর্ণশ্রী থেকে গ্রেফতার দীপঙ্কর দাস। দীপঙ্করের বিরুদ্ধে জাল নথি তৈরির অভিযোগ। জাল পাসপোর্টকাণ্ডে আগেও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেনকে। ধৃত যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র এবং ঢাকুরিয়া পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল। ধরা পড়েন বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে রিপন।