Bangladesh News: বাংলাদেশের নথি নিয়েই ভারতে বসবাস। ফের রাজধানীতে পাকড়াও অনুুপ্রবেশকারী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলাদেশের নথি নিয়েই ভারতে বসবাস। ফের রাজধানীতে পাকড়াও অনুুপ্রবেশকারী। মুম্বইয়ের ঘাটকোপার থেকে গ্রেফতার ১৩ জন বাংলাদেশি। গ্রেফতার আরও অনুপ্রবেশকারী
আরও খবর....
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার প্রাক্তন এসআই। মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। 'রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী প্রশাসনকে দুর্নীতিতে জড়িয়ে ফেলেছেন। সরকারি পৃষ্ঠপোষকতায় অনুপ্রবেশে মদত দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এবিষয়ে কর্ণপাত করেননি। চাপে পড়ে পুলিশ এখন প্রাক্তন কর্মকর্তাদের গ্রেফতার করতে বাধ্য হচ্ছে। মুখ্যমন্ত্রীর গোয়েন্দা সংস্থাগুলি হঠাৎ জেগে উঠেছে। অনুপ্রবেশের মাধ্যমে ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে চান মমতা দি। পুলিশকে কাজে লাগিয়ে ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখার মরিয়া প্রচেষ্টা চালানো হয়েছে। ব্যর্থ মুখ্যমন্ত্রীর লজ্জা লুকানোর জায়গা নেই!' মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।
জোড়-বিজোড়ের খেলাতেই রাশি রাশি পাসপোর্ট জালিয়াতি? জাল পাসপোর্ট চক্রে প্রাক্তন পুলিশ অফিসার গ্রেফতার। প্রাক্তন SI-এর গ্রেফতারির পরে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে: সূত্র। নিয়ম অনুুযায়ী বিজোড় তারিখে পাসপোর্ট ভেরিফিকেশনের ফাইল দেখে স্থানীয় থানা। জোড় তারিখে ফাইল এলে, ভেরিফিকেশন করে সিকিওরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের অফিসার। এই ক্ষেত্রে এনকোয়ারি অফিসার থাকতেন পাসপোর্ট জালচক্রে ধৃত আব্দুল হাই। পরিকল্পনা করেই পাসপোর্টের ফাইল জোড় তারিখে ফেলার চেষ্টা করত চক্র: সূত্র।