Bangladesh:'ছবিটা দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলাম', মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা প্রসঙ্গে মন্তব্য শঙ্করের
ABP Ananda Live: 'ছবিটা দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কোন মানসিকতার লোক যে তারা জুতোর মালা পড়াতে পারে। এর থেকেই স্পষ্ঠ বাংলাদেশের অভ্যন্তরীণ মানসিকতা কী ! আজকে বাংলাদেশ যারা স্বাধীন করেছে তাদেরকেও হেনস্থা করতে পিছপা হচ্ছে না।' বাংলাদেশে মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা প্রসঙ্গে মন্তব্য শঙ্কর ঘোষের।
আরও খবর, এপার বাংলা থেকে ওপারে নদীপথে পালানোর ছক ছিল জাভেদের, খবর STF সূত্রে। জলপথে ক্যানিং থেকে সুন্দরবন হয়ে বাংলাদেশ বা সন্দেশখালি হয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল জঙ্গির। ধামাখালি ঘাট থেকে রায়মঙ্গল নদী ধরে হিঙ্গলগঞ্জের হেমনগরে পৌঁছতে পারলে বাংলাদেশ হাতের মুঠোয়। তবে এই পথে BSF-এর নজরদারি বেশি থাকায় বেআইনি পারাপারে সমস্যা। আরেকটি পথ হল, সন্দেশখালি হয়ে খুলনা ঘাটে পৌঁছনো। সেখান থেকে ভাণ্ডারখালিতে গেলেই তিনদিকে নদী পথ। একটি ভাণ্ডারখালি, আরেকটি দুলদুলি, তৃতীয় জলপথ লেবুখালি। গোয়েন্দাদের অনুমান, এই নদীপথেই বাংলাদেশে পালানোর ছক কষেছিল সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি।