Bangladesh : বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ, অনুপ্রবেশ রুখতে কী পদক্ষেপ BSF উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের IG-র?

Continues below advertisement

ABP Ananda LIVE : 'অনুপ্রবেশ রুখতে কড়া নজর রাখছে BSF। বাড়ানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, বায়োমেট্রিক যন্ত্র', জানালেন BSF উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের IG । জ্বলছে বাংলাদেশ। লাগাতার হামলা চলছে হিন্দুদের উপর। সন্ন্যাসী মুক্তির দাবিতে আজ পেট্রাপোলে বিক্ষোভ। আজ পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের জমায়েতের ডাক দিয়েছে সনাতনী সমাজের সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতিও। আজ পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের জমায়েতের ডাক সনাতনী সমাজের সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতির। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন সাধু-সন্তরা।

১০ মাস পরে পঞ্চায়েত সমিতিতে ফিরলেও নিজের ঘরে ঢুকতে পারলেন না আরাবুল ইসলাম। ঘর ফিরে পেতে BDO-র কাছে আবেদন জানাবেন বলে জানিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা। ভাঙড়ে ISF কর্মীর খুনের মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি গ্রেফতার হন আরাবুল ইসলাম। প্রায় ৭ মাস পর, ৩ জুলাই জেল থেকে মুক্তি পান তিনি। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকতে পারেননি ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। গত শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেয়, এবার থেকে সপ্তাহে ২ দিন পঞ্চায়েত সমিতিতে যেতে পারবেন আরাবুল। এদিন পঞ্চায়েত সমিতিতে আসার সময় আরাবুলকে নিয়ে উচ্ছ্বসিত তৃণমূলের কর্মী, সমর্থকরা। আরাবুলের নামে ওঠে জয়ধ্বনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram